কার্ল মার্কস পুঁজি খন্ড-২ সম্পর্কে কিছু কথা:
পুঁজিপতি ও শ্রমিকদের অভ্যুদয়ের পর পৃথিবীতে শ্রমিকদের জন্য এমন গুরুত্বপূর্ণ এমন একটি বই ও বের হয়নি, যেটি আমাদের সামনে উপস্থিত করা হয়েছে। পুঁজি ও শ্রমের মধ্যে সম্পর্ক, এটা সেই অক্ষদন্ড যার চারপার্শ্বে আবর্তিত হচ্ছে আমাদের কালের সমস্ত সামাজিক ব্যবস্থা,সর্ব প্রথম এখানে বিজ্ঞানসম্মত ভাবে বিচার ও বিশ্লেষণ করা হয়েছে।