বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজবন্দী হিসেবে কারাগারে থাকার সময় তিনটি বই রচনা করেন। তিনটি বই সুখপাঠ্য ও তথ্যসমৃদ্ধ। সময়কে খুঁজে পাওয়া যায় তিনটি বইয়ে। এখানে একদিকে ব্যক্তি হিসেবে শেখ মুজিবের চিন্তার মগ্নতা গভীরভাবে রূপায়িত হয়েছে,অন্য দিকে নিজের রাজনৈতিক জীবন তখনকার সময়ের পটভূমিতে চমৎকারভাবে তিনি ওঠিয়ে এনেছেন। পাশাপাশি চোখ রেখেছেন জগতের নানা দিকে।
বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ে যে সহজ ভাষাভঙ্গি, বিভিন্ন ঘটনাকে ছবির মতো ফুটিয়ে তোলার ক্ষমতা, মনোজ্ঞ বিশ্লেষণ ও লেখার মধ্যে সরস প্রবাহ- এই সবকিছুই বঙ্গবন্ধুর অনবদ্য রচনাশৈলীর প্রতীক, যা লেখক হিসেবে তাঁর সার্থকতাকেই প্রকাশ করে।
তাই বঙ্গবন্ধু রচিত তিনটি বইকে একত্রে ‘প্রশ্ন উত্তরে বঙ্গবন্ধু’ গ্রন্থাকারে প্রকাশ সময়ের দাবি ছিল। ইতিহাস প্রকাশনের কর্ণধার জোৎস্না বেগম এই দাবি পূরণে এগিয়ে এসে ধন্যবাদার্হ হলেন। বস্তুত, গ্রন্থটির দ্রুত প্রকাশের জন্য তিনি যে সাহায্য করলেন তা ভুলবার নয়। গ্রন্থের অঙ্গ—সৌষ্ঠব, শিল্পসজ্জা এবং আনুসঙ্গিক দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পাদন করেছেন। তাঁর কাছে সত্যি আমি গভীরভাবে কৃতজ্ঞ।
ডক্টর এম মতিউর রহমান