খুশবুতে হৃদয় মোহিত হয় না—এমন আছে কেউ? কেমন হতো, যদি সালাত থেকে খুশবু পাওয়া যেত? কেমন হতো, যদি সালাতের সৌরভে সুবাসিত হতো আপনার চারপাশ। হ্যাঁ, মুমিন যখন সালাতে দাঁড়ায়, তাঁর কলব যখন তাওয়াজ্জু হয় রবের দিকে, তখন সেই সালাত বাস্তবেই সৌরভ ছড়িয়ে মাতিয়ে দেয় মুমিন হৃদয়।