দারুন একটি বই
আকর্ষণীয়
আমাদের মুক্তিযােদ্ধারা, মাটির নিচে ঘুমিয়ে থাকা শহিদেরা, পঞ্চাশ বছর কিংবা একশত বছরের বাংলাদেশের জন্য যুদ্ধ করেননি। তারা প্রাণ দিয়েছেন একটি সময়হীন চিরকালীন প্রিয় স্বদেশের জন্য। মহান আত্মত্যাগের সে মহিমা সময়ের ব্যবধানে ম্লান হবে না; প্রতিদিনের সূর্যের মত চিরউজ্বল হয়ে থাকবে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে, দেশবাসীর ভালােবাসায়, শ্রদ্ধায়। ঠিক সেভাবেই আমরা প্রজন্মের পর প্রজন্ম প্রত্যেকেই আগামী শতবর্ষের বাংলাদেশ গড়তে সারাক্ষণ সচেষ্ট থাকব শহিদের রক্তের চেতনার সাথে একাত্ম হয়ে। একাত্তর-এর শহিদের চেতনা, স্বাধীন বাংলাদেশে আমাদের প্রথম প্রজন্মের চেতনা, আজকের জন্ম নেয়া শিশুটির চেতনা, আজ থেকে শতবর্ষ পরে, হাজার বছর পরে জন্ম নেয়া শিশুটির চেতনা একই স্রোতে মিশে একই প্রিয় মাতৃভূমির পবিত্র প্রেমে একাত্ম হয়ে থাকবে অনন্তকাল।’ শহিদ মুক্তিযােদ্ধার সন্তান আশিক আনােয়ার দীপের এই চেতনা নিয়েই লেখা উপন্যাসটি।